menu-iconlogo
huatong
huatong
avatar

Dole Rai Kishori Dole By Ramakanta

Ramakantahuatong
༇⃝💙Ramakanta💔ՏՏᖴᗩ༇⃝💙huatong
歌詞
収録
Ramakanta+Dipankar

room-218206+530181 follow me

দোলে রাইকিশোরী দোলে রাসবিহারী,

ঝুলন দোলায় রাধার বংশীধারী।

****Ramakanta+Dipankar*****

দোলে রাইকিশোরী দোলে রাসবিহারী,

ঝুলন দোলায় রাধার বংশীধারী।

ঝুলন দোলায় রাধার বংশীধারী।

দোলে রাইকিশোরী দোলে রাসবিহারী,

ঝুলন দোলায় রাধার বংশীধারী।

ঝুলন দোলায় রাধার বংশীধারী।

****Ramakanta*****

ও লোলিতা, ও বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে,

ও লোলিতা, ও বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে,

শ্যাম সায়রে রাধা কমল,

শ্যাম সায়রে রাধা কমল,

ফোটাও আরও ঢেউ তুলিয়ে।

দোলে শ্যামল সুদয় দোলে সাও পিয়ালী

দোলে রাইকিশোরী দোলে রাসবিহারী,

ঝুলন দোলায় রাধার বংশীধারী।

ঝুলন দোলায় রাধার বংশীধারী।

*****Dipankar*****

ও সোহেলী, ও মিতালি ছন্দ গানে দাও ভরিয়ে

ও সোহেলী, ও মিতালি ছন্দ গানে দাও ভরিয়ে

নুপুর বাঁশির এই মিলনে, নুপুর বাঁশির এই মিলনে,

মধুর ধ্বনির সুর ছড়িয়ে।

দোলে রাধারমণ দোলে গিরিধারী

দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী,

ঝুলন দোলায় রাধার বংশীধারী।

ঝুলন দোলায় রাধার বংশীধারী।

দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী,

দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী,

ঝুলন দোলায় রাধার বংশীধারী।

ঝুলন দোলায় রাধার বংশীধারী।

ঝুলন দোলায় রাধার বংশীধারী।

ঝুলন দোলায় রাধার বংশীধারী।

Ramakantaの他の作品

総て見るlogo

あなたにおすすめ