menu-iconlogo
huatong
huatong
avatar

রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালিRASTROBHASHA ANDOLONO KORILI RE BANGALI শিক্ষক পরিবার

Rathindranath Royhuatong
📚📝ᎢᗩᖇᗩᏦ.Ꮶᗷ🎤ᵗᵉᵃᶜʰᵉʳhuatong
歌詞
レコーディング
গীতিকার: কবি শামসুদ্দিন আহমেদ; সুরকার: শহিদ আলতাফ মাহমুদ।

রাষ্ট্রভাষা

আন্দোলনও

করিলি রে বাঙালি

তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি

তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি

ও বাঙালি ও - - -

তোতাপাখি পড়তে আইসা খুয়াইলি পরান

মায় সে জানে পুতের বেদন, হায় রে

মায় সে জানে পুতের বেদন

যার কলিজার জান

রে বাঙালি

তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি।।

মিউজিক--

--- পক্ষ থেকে মহান ভাষা আন্দোলনের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা---শিক্ষক পরিবার --১২৮৮০০৪---

ও বাঙালি ও - - -

ইংরাজ যুগে হাঁটুর নিচে চালাইতো গুলি

স্বাধীন দ্যাশে ভাইয়ে ভাইয়ে হায়রে

স্বাধীন দ্যাশে ভাইয়ে ভাইয়ে

উড়ায় মাথার খুলি

রে বাঙালি

তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি।।

মিউজিক--

--- পক্ষ থেকে মহান ভাষা আন্দোলনের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা---শিক্ষক পরিবার --১২৮৮০০৪---

ও বাঙালি ও - - -

গুলি খাওয়া ছাত্রের রুহু কেন্দে কেন্দে কয়

তোমরা বাঙালি মা ডাকিও ভাই রে

তোমরা বাঙালি মা ডাকিও আমার

অভাগিনী মায়ে

রে বাঙালি

তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি।।

মিউজিক--

--- পক্ষ থেকে মহান ভাষা আন্দোলনের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা---শিক্ষক পরিবার --১২৮৮০০৪---

ও বাঙালি ও - - -

বাপও কান্দে মায়ও কান্দে

কান্দে জোড়ের ভাই

পাড়াপড়শি কেন্দে বলে হায়রে

পাড়াপড়শি কেন্দে বলে আমার

খেলার সাথী নাই

রে বাঙালি

তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি।।

রাষ্ট্রভাষা আন্দোলনও

করিলি রে বাঙালি

তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি

ও বাঙালি ও - - -।।

Rathindranath Royの他の作品

総て見るlogo

あなたにおすすめ