menu-iconlogo
huatong
huatong
raz-dee-ki-kore-bolbo-cover-image

Ki Kore Bolbo

Raz Deehuatong
nvhrunnerhuatong
歌詞
収録
কি করে বলবো বল

তুই আজও আমায় ভালোবাসিস

প্রেমে পড়ি নতুন করে

যতবার তোকে দেখি

তোর জন্য প্রতি স্পন্দনে পার্থনা করি

কি করে বলবো বল

তুই কি আমার কথা আজও ভাবিস

এক বর্ষার সকালে ভিজে, তুই হাঁটছিলি আনমনে

পাশে থেকে এসে তোর জন্য ছাতাটা ধরা উয়াও উয়াও উয়াও

প্রথম একসাথে ট্রামে চড়া, পাশে বসে প্রথম হাতটা ধরা

কলেজ এর পরে সন্ধে বেলা, একসাথে সিনেমা যাওয়া

হটাৎ তোর দেশ ছেড়ে যাওয়া উয়াও উ

শেষ বিদায়ে তোর এসে না বলা

তোর সাথে শেষ তোলা ছবির স্মৃতি নিয়ে বেঁচে থাকা

আমাদের দশম বার্ষিকীতেও তোকে না ভুলতে পারা

কি করে বলবো বল

তুই আজও আমায় ভালোবাসিস

প্রেমে পড়ি নতুন করে

যতবার তোকে দেখি

তোর জন্য প্রতি স্পন্দনে পার্থনা করি

কি করে বলবো বল

তুই কি আমার কথা আজও ভাবিস

বলেছিলি যতন করে রাখবি পাপড়িগুলো

ডাইরির ভাজে, তোর সাজ ঘরে

কিছু মনে মনে করবো না আমি

যদি বলিস তুই আরও কারো সাথে সুখী

এই ত্যাগ করতে রাজি যদি ফোটে তোর মুখে একটু হাসি

শুধু জানতে চাই রেখেছিস মনে কি

হেরে জাইনি আমাদের ভালোবাসা দুরত্তের অধীন

বুক ফেটে আসে রোজ বেদনা সীমাহীন

তোকে না ভেবে কাটানো একটা দিন বেশ কঠিন

কি করে বলবো বল

তুই আজও আমায় ভালোবাসিস

প্রেমে পড়ি নতুন করে

যতবার তোকে দেখি

তোর জন্য প্রতি স্পন্দনে পার্থনা করি

কি করে বলবো বল

তুই কি আমার কথা আজও ভাবিস

কি করে বলবো বল

তুই আজও আমায় ভালোবাসিস

প্রেমে পড়ি নতুন করে

যতবার তোকে দেখি

তোর জন্য প্রতি স্পন্দনে পার্থনা করি (কি করে)

কি করে বলবো বল

তুই কি আমার কথা আজও ভাবিস

কি করে বলবো বল

কি করে বলবো বল আই অ্যা...

Raz Deeの他の作品

総て見るlogo

あなたにおすすめ