R&M Music Corner
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
আপলোডঃ রেজাউল&মুন্নী
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
F: ফুল আছে কাটা আছে
কোনটা যাবে কার কাছে
নাইবা হিসাব করলাম
আমি প্রেমে যখন পড়লাম
নাইবা হিসাব করলাম
প্রেমে যখন পড়লাম
M: সুখ আছে দুঃখ আছে
কোনটা যাবে কার কাছে
নাইবা হিসাব করলাম
আমি প্রেমে যখন পড়লাম
নাইবা হিসাব করলাম
প্রেমে যখন পড়লাম
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
আপলোডঃ রেজাউল&মুন্নী
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
F: হিসেবের লেনা দেনা প্রেমিকের নয়
হিসেব করে কি গো ভালোবাসা হয়
ভালোবাসা হয়
M: যতটুকু পাওয়া হলো তাই সঞ্চয়
জীবনের কিছুই তো হারাবার নয়
F: দিন আছে রাত আছে
কোনটা যাবে কার কাছে
নাইবা হিসাব করলাম
আমি প্রেমে যখন পড়লাম
নাইবা হিসাব করলাম
প্রেমে যখন পড়লাম
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
আপলোডঃ রেজাউল&মুন্নী
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
M: স্বপনের আনা গোনা হয়ে যাক শেষ
বিরহী হৃদয়ে থাক সুরেরও আবেশ
সুরেরও আবেশ
F: ঝড় এসে ভেঙ্গে দিয়ে সাজানো বাগান
জানাবো না কারো কাছে কোন অভিমান
M: ঝিনুক আছে মুক্তা আছে
কোনটা যাবে কার কাছে
নাইবা হিসাব করলাম
আমি প্রেমে যখন পড়লাম
F: ফুল আছে কাটা আছে
কোনটা যাবে কার কাছে
নাইবা হিসাব করলাম
আমি প্রেমে যখন পড়লাম
M: নাইবা হিসাব করলাম
প্রেমে যখন পড়লাম
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠
ধন্যবাদে রেজাউল&মুন্নী
≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠৺≠