menu-iconlogo
logo

Nari Hoy Lojjate Lal

logo
avatar
Rinkulogo
AMINKHAN🎧SMB🎸logo
アプリ内で歌う
歌詞
নারী হয় লজ্জাতে লাল

নারী হয় লজ্জাতে লাল

ফাল্গুনে লাল শিমুল বন

এ কোন রঙে রঙিন হলো

বাউল মন,মনোরে..

এ কোন রঙে রঙিন হলো বাউল মন...

নারী হয় লজ্জাতে লাল

ফাল্গুনে লাল শিমুল বন

এ কোন রঙে রঙিন হলো বাউল মন মনোরে..

এ কোন রঙে রঙিন হলো বাউল মন....

জল সুন্দর শরৎ কালে

ফুল বসন্ত কালে

প্রেমের খেলা জমে ভালো

যৌবনে, সইলো..

প্রেমের খেলা জমে ভালো যৌবনে

ফাগুনের মাতাল হাওয়ায়....

ফাগুনের মাতাল হাওয়ায়

মাতাল হইয়াছে মন

এ কোন রঙে রঙিন হলো

বাউল মন,মনোরে..

এ কোন রঙে রঙিন হলো বাউল মন....

চাঁদ ডুবেছে নদীর জলে

ভ্রমরা ফুলে ফুলে

আমার প্রাণো বন্ধু কেন বুঝেনা

সইলো,আমার প্রাণো বন্ধু কেন বুঝেনা

রুপ যেন তার মাতাল হাওয়ায়.....

রুপ যেন তার মাতাল হাওয়ায়

চোখ যেন তার গহীন বন

এ কোন রঙে রঙিন হলো বাউল মন,মনোরে..

এ কোন রঙে রঙিন হলো বাউল মন...

নারী হয় লজ্জাতে লাল,

নারী হয় লজ্জাতে লাল

ফাল্গুনে লাল শিমুল বন

এ কোন রঙে রঙিন হলো বাউল মন,মনোরে..

এ কোন রঙে রঙিন হলো বাউল মন...

নারী হয় লজ্জাতে লাল

ফাল্গুনে লাল শিমুল বন

এ কোন রঙে রঙিন হলো বাউল মন,মনোরে..

এ কোন রঙে রঙিন হলো বাউল মন....

Nari Hoy Lojjate Lal by Rinku - 歌詞&カバー