menu-iconlogo
huatong
huatong
kb-hsn-won-create-a-new-song-lal-sari-poriya-konna-rokto-alta-paye-cover-image

Lal Sari poriya konna rokto alta paye

Řkb Hsn won create a new songhuatong
"ℜk𝔟_𝔥𝔰𝔫"🎀ᗬᎫ🎼huatong
歌詞
収録
রেশমী চুলের খোঁপায় আমি

গোলাপ গেথে দিতাম

চাঁন্দের আলোয় নিভে যেত

তোমার হাসির ছায়ায়

যাইও না বন্ধুয়া

পরানের বন্ধুয়া

তোর লাগি পরান আমার একা একা কান্দে

কোথায় যেন সে লুকিয়ে আছে গহীন বনে

লাল চুরি হাতে নূপুর ও পরে

নেবো যে তোরে আলতা রাঙা পায়ে

ও পরান বন্ধুয়া আমায় ভুই লো না

কাছে থাকো না দূরে যাইও না

(আ... আ... আ...)

লাল শাড়ি পরিয়া কন্যা

রক্ত আলতা পায়

আমার চোখের জল মিশাইলা

নিলানা বিদায়

তুমি ফিরাও চাইলানা একবার

চইলা গেলা হায়

জানি আজ রাতে হইবা পরের

আর ভাইবোনা আমায়

(আ... আ... আ...)

চান্দের মত মুখটি যখন, ভাসতো নয়ন জলে

আদর কইরা মুইছা দিতাম গালে

ঘাটে আইসা পাশে বইসা, জড়াইতো এই বুকে

ভুলবো আমি এই কথা কেমনে

চান্দের মত মুখটি যখন, ভাসতো নয়ন জলে

আদর কইরা মুইছা দিতাম গালে

ঘাটে আইসা পাশে বইসা, জড়াইতো এই বুকে

ভুলবো আমি এই কথা কেমনে

তবে ভালো ক্যান বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা

ভালো ক্যান বাসিলা আমারে

তবে ভালো ক্যান বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা

ভালো ক্যান বাসিলা আমারে

(আ... আ... আ...)

চার বেহারার পালকি কইরা

যখন গেলা সামনে দিয়া

শেষ দেখাও দিলানা আমারে

ফিরা আইসা দেখবা তুমি

চইলা গেছি জগত ছাড়ি

পাইবা শুধু আমায় স্বপনে

চার বেহারার পালকি কইরা

যখন গেলা সামনে দিয়া

শেষ দেখাও দিলানা আমারে

ফিরা আইসা দেখবা তুমি

চইলা গেছি জগত ছাড়ি

পাইবা শুধু আমায় স্বপনে

তুমি কান্দিয়া ডাকিবা, তবু না পাইবা

কান্দিয়া ডাকিবা আমারে

তুমি কান্দিয়া ডাকিবা, তবু না পাইবা

কান্দিয়া ডাকিবা আমারে

লাল শাড়ি পরিয়া কন্যা

রক্ত আলতা পায়

আমার চোখের জল মিশাইলা

নিলানা বিদায়

তুমি ফিরাও চাইলানা একবার

চইলা গেলা হায়

জানি আজ রাতে হইবা পরের

আর ভাইবোনা আমায়

(আ... আ... আ...)

Řkb Hsn won create a new songの他の作品

総て見るlogo

あなたにおすすめ