menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি আরেকবার আসিয়া যাও মোরে

Rothindronath Royhuatong
robinlynn60huatong
歌詞
レコーディング
(১)তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

(২)তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

(১)আমি মনের সুখে

একবার কান্তে চাই..

পুরা বুকে দারুন খুরা

চোখের পানি চোখে নাই

আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

(২)তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

আপলোড বাই

NEHA MONE YO YO

(১)না পারিলাম বাঁচতে আমি

না পারিলাম মরতে..

না পারিলাম পিরিতেরই

সোনার হরিণ ধরতে

(২)আমি একুল থেকে অকুল গেলাম

ঘাটে ঘাটে চোখ রাখিলাম

একুল থেকে অকুল গেলাম

ঘাটে ঘাটে চোখ রাখিলাম

আশায়, আশায়, ছিলাম,

যদি তোমার দেখা পাই,

আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া,

(১)তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

আপলোড বাই

(২)না বাধিলাম ডাঙাতে ঘর

না ডুলিলাম জলে..

না পাইলাম কুল, কারো মনে

না ভাসলাম অকুলে

(১)তোমায় নাইবা পেলাম এই জনমে

সঙ্গী হবো তোমার সনে

নাইবা পেলাম, এই জনমে

সঙ্গী হবো তোমার সনে

সকল বান্ধন, ছিঁড়া, যখন

ঐ পারেতে যাই ।

আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া,

তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

(২)আমি মনের সুখে

একবার কান্দে চাই,,

তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

(১)তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

তুমি আরেকবার আসিয়া ।

ধন্যবাদ

Rothindronath Royの他の作品

総て見るlogo

あなたにおすすめ