menu-iconlogo
huatong
huatong
avatar

Dishehara Tui

Sabbirhuatong
Henry_Bins🎹вᴅ➐➊🇧🇩huatong
歌詞
レコーディング
তুই আর একটু আনমনে থাক,

উড়ে যাক তোর কবিতা মাখা চুল।

এ শহরের হাজারো,

বোকা প্রেমিকেরা তোর,

ভালো চায়, বলে তাই,

উপন্যাসের বন্যা দিয়ে মিছিল দিয়ে যায়,

আমি অলস তাই পিছে পড়ে রই.....

দিশেহারা তুই ,

আর আমি মিলে দুই,

আমার নীলাকাশ,

ছিড়ে উড়ে গেলি তুই।

আমার বোকা অভিমান,

তাসে হেরে যাওয়া দান,

তোর পুরনো কাগজে,

আমি মাথা গুজে শুই।

রারা রারা রারারা

রা রা রারা রারা-রা

দীর্ঘ তেপান্তরে বাঁধ ভেঙ্গে যায়

কোন এক আকাশ শুধু তোকে পেতে চাই

তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন

মন খারাপের রাতে তোকে প্রয়োজন

তাই এত আয়োজন,

খুব তোকে প্রয়োজন..

দিশেহারা তুই ,

আর আমি মিলে দুই,

আমার নীলাকাশ,

ছিড়ে উড়ে গেলি তুই।।

Sabbirの他の作品

総て見るlogo

あなたにおすすめ