menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি আমার মনের মানুষ

Sabina Yasminhuatong
ng_natashahuatong
歌詞
レコーディング
মেয়ে: হুম..আ..লা লা লা লা..

মেয়ে: তুমি আমার মনের মানুষ,

মনেরি ভিতর

তুমি আমার মনের মানুষ

মনেরি ভিতর

তুমি আমার জান বন্ধু,

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো না কো

কোন দিনও পর

মেয়ে: তোমায় এক নজর না দেখলে পরে

পরান আমার পোড়ে

দেখলে পরে দুই নয়নে

তৃষ্ণা আরো বারে

সামনে আমার প্রেমের সিন্ধু

পাইনা তারে এক বিন্দু

সামনে আমার প্রেমের সিন্ধু

পাইনা তারে এক বিন্দু

হায়রে আমি অভাগিনী

পিপাসায় কাতর

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো না কো

কোন দিনও পর

ছেলে: তোমার এতো ভালোবাসা আমি

বলো কোথায় রাখি

বুকের খাঁচায় বন্দি থেকো

ওগো অবুঝ পাখি

তোমার প্রেমে আমি অন্ধ

ফিরে যাওয়ার পথ বন্ধ

তোমার প্রেমে আমি অন্ধ

ফিরে যাওয়ার পথ বন্ধ

ইচ্ছে করে জনম ভরে

করি গো আদর

তুমি আমার জান বন্ধু,

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো না কো

কোন দিনও পর

মেয়ে: তুমি আমার মনের মানুষ

মনেরি ভিতর

তুমি আমার মনের মানুষ

মনেরি ভিতর

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো না কো

কোন দিনও পর

ছেলে: তুমি আমার মনের মানুষ

মনেরি ভিতর

তুমি আমার মনের মানুষ

মনেরি ভিতর

ছেলে মেয়ে: তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো না কো

কোন দিনও পর

Sabina Yasminの他の作品

総て見るlogo

あなたにおすすめ