menu-iconlogo
huatong
huatong
sabina-yeasmin-jibon-mane-jontrona-cover-image

জীবন মানে যন্ত্রণা Jibon Mane Jontrona

Sabina Yeasminhuatong
ronton3huatong
歌詞
収録
জীবন মানে যন্ত্রণা

নয় ফুলের বিছানা

সে কথা সহজে কেউ মানতে চায় না

চোখ মেলে যে দেখেনা

কাঁচের দেয়াল ভাঙ্গেনা

কত কঠিন পৃথিবী সে

বুঝতে পারেনা.. বুঝতে পারেনা

সময়ের কাছে সবাই হার মেনে যায়

আঘাতে আঘাতে ব্যর্থ আশাতে

স্বপ্ন হারায়

সময়ের কাছে সবাই হার মেনে যায়

আঘাতে আঘাতে ব্যর্থ আশাতে

স্বপ্ন হারায়

পথে যে নামে না, প্রতিবাদ করে না

অনিয়মের নিয়ম সে তো

ভাঙ্গতে পারেনা.. ভাঙ্গতে পারেনা

মানুষের ভিড়ে মানুষ চায় শুধু ঠাঁই

এখানে ওখানে বাঁচার প্রয়োজনে

চলছে লড়াই

মানুষের ভিড়ে মানুষ চায় শুধু ঠাঁই

এখানে ওখানে বাঁচার প্রয়োজনে

চলছে লড়াই

চোখের জলে কে ভাসে

প্রাণ খুলে কে হাসে

সে খবর কোন দিনও কেউ নেয়না

জীবন মানে যন্ত্রণা

নয় ফুলের বিছানা

সে কথা সহজে কেউ মানতে চায় না

চোখ মেলে যে দেখে না

কাঁচের দেয়াল ভাঙ্গে না

কত কঠিন পৃথিবী সে

বুঝতে পারেনা.. বুঝতে পারেনা

বুঝতে পারেনা.. বুঝতে পারেনা

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Sabina Yeasminの他の作品

総て見るlogo

あなたにおすすめ