menu-iconlogo
huatong
huatong
sabita-chowdhury-ei-to-ami-abar-esechhi-badalrbf-sabita-chowdhury-cover-image

Ei To Ami Abar Esechhi | Badal♫RBF | Sabita Chowdhury

Sabita Chowdhuryhuatong
Badal♫🅁🄱🄵🦋huatong
歌詞
収録
এই তো আমি আবার এসেছি

ভুলে গেছি দূরে দূরে কখনো ছিলাম

এইবার আমি তোমারি হলাম

এইতো আমি আবার এসেছি

ভুলে গেছি দূরে দূরে কখনো ছিলাম

এইবার আমি তোমারি হলাম

এইতো আমি আবার এসেছি।

Track by Badal-RBF

বেসুরে বাঁধা সেতারে সুরের সাধনায়

কতনা জনমও গেছে কিযে বেদনায়

বেসুরে বাঁধা সেতারে সুরের সাধনায়

কতনা জনমও গেছে কিযে বেদনায়

সুরে সুরে দিলে মোরে কি নুতন নাম

এইবার আমি তোমারি হলাম

এই তো আমি আবার এসেছি।

Track by Badal-RBF

ভেবেছি তাই মরণ এবার যখন আসবে

কিছু তোমার স্মরণ আমার মনে ভাসবে

ভেবেছি তাই মরণ এবার যখন আসবে

কিছু তোমার স্মরণ আমার মনে ভাসবে

নিয়ে যাবো সাথে করে শেষের ই প্রনাম

রইবে মনে তোমারই ছিলাম

এইতো আমি আবার এসেছি

ভুল গেছি দূরে দূরে কখনো ছিলাম

এইবার আমি তোমারি হলাম

এইতো আমি আবার এসেছি।

Badal-RBF

Sabita Chowdhuryの他の作品

総て見るlogo

あなたにおすすめ