please follow music
হলো যা হবার বাকি কিছু নাই আমার
হলো যা হবার বাকি কিছু নাই আমার
সকাল মরলেই বাচি
আমার সংসার আর সংসারে মাইনা ছাড়া চাকুরে
এইসব করে কত চলে গেছে
সংসার আর সংসারে..
Follow-music
আমি পর কে আনিলাম ঘরে হইয়া সরল,..
রুপের মগ্ন হইয়া তারে সপিলাম সকল
আমি পরকে আনিলাম ঘরে হইয়া সরল
রুপের মগ্ন হইয়া তারে সপিলাম সকল
এখন সেই অভাগী.করে রাগারাগি
এখন সেই অভাগী করে রাগারাগি
ভুতে ধরা রোগী আমি সেজেছি
আমার সংসার আর সংসারে মাইনা ছাড়া চাকুরে
এইসব করে কত চলে গেছে
সংসার আর সংসারে
Follow-music
আমি ভেবেছিলাম পুত্রের মত আপন কেহ নাই,....
কত কষ্ট কইরা তারে খাওয়াই আর পড়াই
ভেবেছিলাম পুত্রের মত আপন কেহ নাই..
কত কষ্ট কইরা তারে খাওয়াই আর পরাই
পুত্রে বলছে বুড়া যত নষ্টের গোড়া..
পুত্রে বলছে বুড়া যত নষ্টের গোড়া
হায়রে জনম পুড়া আমি সেজেছি
আমার সংসার আর সংসারে মাইনা ছাড়া চাকুরে,
এইসব করে কত চলে গেছে
সংসার আর সংসারে
?_?_?_?_?_?_?
হলো যা হবার বাকি কিছু নাই আমার
হলো যা হবার বাকি কিছু নাই আমার
সকাল মরলেই বাচি...
আমার সংসার আর সংসারে মাইনা ছাড়া চাকুরে
এইসব করে কত চলে গেছে…
সংসার আর সংসারে
ওরে সংসার আর সংসারে
মাইনা ছাড়া চাকুরে
এইসব করে কত চলে গেছে…
আমার সংসার আর সংসারে [x3]
Saeid hasan
?Thank you?