menu-iconlogo
huatong
huatong
avatar

Tomare Legeche Eto Je Valo

Saif Zohanhuatong
accordingtohoylehuatong
歌詞
収録
Tomare লেগেছে এত যে ভালো.

চাঁদ বুঝি তা জানে 2

রাতের বাসরে দোসর হয়ে.

তাই সে আমারে টানে 2

তোমারে লেগেছে এত যে ভালো.

চাঁদ বুঝি তা জানে 2

রাতের বাসরে দোসর হয়ে.

তাই সে আমারে টানে 2

রাতের আকাশে তারার মিতালী

আমারে দিয়েছে সুরের গীতালী

.

রাতের আকাশে তারার মিতালী

আমারে দিয়েছে সুরের গীতালী

কত যে আশায় তোমারই নামে

জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী।

আকুল ভ্রোমরা বলে সে কথা

বকুলের কানে কানে

চাঁদ বুঝি তা জানে

এত যে কাছে চেয়েছি তোমারে

এত যে প্রীতি দিয়েছ আমারে।

.

এত যে কাছে চেয়েছি তোমারে

এত যে প্রীতি দিয়েছ আমারে।

এত যে পাওয়া কেমনে সহিব

একাকী আমি নীরব আঁধারে।

আকুল পাপিয়া ছড়ায়ে এ কথা

বাতাসের কানে কানে।।

চাঁদ বুঝি তা জানে

.

তোমারে লেগেছে এত যে ভালো.

চাঁদ বুঝি তা জানে 2

তোমারে লেগেছে এত যে ভালো.

চাঁদ বুঝি তা জানে 2

Saif Zohanの他の作品

総て見るlogo

あなたにおすすめ