menu-iconlogo
huatong
huatong
avatar

Kobitar Moto Chokh Je Tomar

Salim Chowdhuryhuatong
ShahadatRana_SRShuatong
歌詞
レコーディング
=কবিতার মতো চোখ যে তোমার=

শিল্পীঃ সেলিম চৌধুরী

Arranged By @Rana_S_R_S

====================

কবিতার মতো চোখ যে তোমার

ভাষা খুঁজে না পাই কোন উপমার

ঐ চোখে চেয়ে আমি

আমাতে নেই তো আর

কবিতার মতো চোখ যে তোমার

=================

=================

=================

কৃষ্ণ চুড়ার বনে পাখীদের কুজনে

চোখে চোখে বিভোর দু'জনে

কৃষ্ণ চুড়ার বনে পাখীদের কুজনে

চোখে চোখে বিভোর দু'জনে

শুধু নিরবতা তবু হৃদয়ের কথা

মিলে মিশে হয় একাকার

কবিতার মতো চোখ যে তোমার

==============

==============

==============

কত কথা যাও বলে

নীরব থাকার ছলে

ঢেউ ভাংগে কথারই জলে ।।

কত কথা যাও বলে

নীরব থাকার ছলে

ঢেউ ভাংগে কথারই জলে ।।

শুধু চোখে চেয়ে

আহা যাই গান গেয়ে

ব্যথার সাঁকো হই দুজন পার

কবিতার মতো চোখ যে তোমার

ভাষা খুঁজে না পাই কোন উপমার

ঐ চোখে চেয়ে আমি

আমাতে নেই তো আর

কবিতার মতো চোখ যে তোমার

ভাষা খুঁজে না পাই কোন উপমার

ঐ চোখে চেয়ে আমি

আমাতে নেই তো আর

কবিতার মতো চোখ যে তোমার

==ধন্যবাদ==

Salim Chowdhuryの他の作品

総て見るlogo

あなたにおすすめ