menu-iconlogo
huatong
huatong
salman-jaimmasha-islam-tumi-amar-cover-image

Tumi Amar

Salman Jaim/Masha islamhuatong
62194321932huatong
歌詞
収録
তুমি আমার বুকের ভেতর এক অসহ্য ঢেউ

তুমি আমার কেউ না তবুও সবচেয়ে প্রিয় কেউ

তুমি থাকো ভাবনা জুড়ে যদিও চাইনা রাখতে

তোমাকে ছেড়ে বহুদূর যাই যদিও চেয়েছি থাকতে

তুমি আমার তবু নও আমার

তুমি আমার তবু নও আমার

তুমি আমার তবু নও আমার

তুমি আমার তবু নও আমার

সরিয়ে ফেলি বাড়ানো হাত

যদিও চেয়েছি রাখতে

তোমায় ছেড়ে বহুদূর যাই

যদিও চেয়েছি থাকতে

তুমি আমার দুচোখের জল

তুমি ঠোঁটের হাসি

তোমায় না ভালোবাসতে চেয়েও

তোমাকেই ভালোবাসি

তুমি আমার তবু নও আমার

তুমি আমার তবু নও আমার

তুমি আমার তবু নও আমার

তুমি আমার তবু নও আমার

বেদনার মতো নাড়া দাও বুকে

সুখের মতো টানো

আমাকে ভাংগাচোরার যত

মন্ত্র তুমি জানো

তোমায় ছেড়ে পালিয়ে বেড়াই

অবশেষে হয় ফিরতে

তোমায় ছেড়ে বহুদূর যাই

যদিও চেয়েছি থাকতে

তুমি আমার তবু নও আমার

তুমি আমার তবু নও আমার

তুমি আমার তবু নও আমার

তুমি আমার তবু নও আমার

Salman Jaim/Masha islamの他の作品

総て見るlogo

あなたにおすすめ