menu-iconlogo
huatong
huatong
salman-shah-nishidin-protidin-cover-image

Nishidin Protidin

Salman Shahhuatong
⍟︎𝑨ltafkhan_σғιcιαℓhuatong
歌詞
収録
ছায়াছবি, স্বপ্নের নায়ক

কণ্ঠশিল্পী রুনা লায়লা।

আপলোড, সাইফ হাসান,

F..নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি

নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি,

চোখ মেলে যারে পেয়েছি ,

তারে ভালবেসেছি,

স্বপ্নের নায়ক সেই তুমি,

আমি জানি শুধু জানি আমি,

স্বপ্নের নায়ক সে তুমি

স্বপ্নের নায়ক সেই তুমি।

M...এক ফাগুনে আসলে তুমি

হাজার ফাল্গুন নিয়ে

বাসবো ভালো পাশে থেকে

প্রাণের ছোঁয়া দিয়ে,

এক ফাগুনে আসলে তুমি

হাজার ফাল্গুন নিয়ে,

বাসবো ভালো পাশে থেকে

প্রাণের ছোঁয়া দিয়ে

F..আমি সেই আশাতে মনের দোয়ার

খোলে রেখেছি,

চোখ মেলে যারে পেয়েছি ,

স্বপ্নের নায়ক সেই তুমি,

নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি

নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি,

চোখ মেলে যারে পেয়েছি ,

তারেই ভালবেসেছি,

স্বপ্নের নায়ক সে তুমি,

স্বপ্নের নায়ক সে তুমি

M..এই হৃদয়ে তোমায় নিয়ে

কতই আশা জাগে

যতই দেখি ততই যেন

আরো ভালো লাগে

এই হৃদয়ে তোমায় নিয়ে

কতই আশা জাগে

যতই দেখি ততই যেন

আরো ভালো লাগে

F..আমি জনম জনম চোখের পাতায়

ছবি এঁকেছি,

চোখ মেলে যারে পেয়েছি

স্বপ্নের নায়ক সেই তুমি,

নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি

নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি

চোখ মেলে যারে পেয়েছি তারে ভালবেসেছি

স্বপ্নের নায়ক সেই তুমি

আমি জানি শুধু জানি আমি

স্বপ্নের নায়ক সেই তুমি।

স্বপ্নের নায়ক সেই তুমি

স্বপ্নের নায়ক সেই তুমি।

Salman Shahの他の作品

総て見るlogo

あなたにおすすめ