menu-iconlogo
huatong
huatong
avatar

Ekhono Sei Brindabone

Samadipta Mukherjeehuatong
shannikihuatong
歌詞
レコーディング
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে

এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে

কালার বাঁশি শুনে বনে বনে

বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে

এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে

আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী

আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী

অষ্ট সখীর শিরোমণি

অষ্ট সখীর শিরোমণি নবসাজে রে

এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে

আজও সেই ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা

আজও সেই ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা

গাঁথিয়া বনফুল মালা

গাঁথিয়া বনফুল মালা বনমাঝে রে

এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে

এখনো সেই বৃন্দাবনে

কালার বাঁশি শুনে বনে বনে

বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে

এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে

এখনো সেই বৃন্দাবনে

Samadipta Mukherjeeの他の作品

総て見るlogo

あなたにおすすめ