menu-iconlogo
huatong
huatong
avatar

Oi jhinuk fota shagor belay

Samina Chowdhuryhuatong
sixtys_girl_1huatong
歌詞
収録
ঐ জিনুক ফোঁটা সাগর বেলায়

আমার ইচ্ছে করে

আমি মন ভেজাবো

ঢেউয়ের মেলায়

তোমার হাতটি ধরে

ঐ জিনুক ফোঁটা সাগর বেলায়

আমার ইচ্ছে করে

আমি মন ভেজাবো

ঢেউয়ের মেলায়

তোমার হাতটি ধরে

আকাশ থেকে ফেলবে ছায়া

মেঘের ভেসে যাওয়া

শুনবো দুজন কি বলে যায়

উদাস দক্ষিণ হাওয়া

আকাশ থেকে ফেলবে ছায়া

মেঘের ভেসে যাওয়া

শুনবো দুজন কি বলে যায়

উদাস দক্ষিণ হাওয়া

দূরের ঐ গাংচিলেরা

নামবে জলের পরে

আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায়

তোমার হাতটি ধরে

ঐ জিনুক ফোঁটা সাগর বেলায়

আমার ইচ্ছে করে

আমি মন ভেজাবো

ঢেউয়ের মেলায়

তোমার হাতটি ধরে

আমার চোখে চোখটি ছুঁয়ে

বলবে কথা তুমি

পাখির ডানায় দৃষ্টি রেখে

শুনবো নীরব আমি

আমার চোখে চোখটি ছুঁয়ে

বলবে কথা তুমি

পাখির ডানায় দৃষ্টি রেখে

শুনবো নীরব আমি

বুকের সব ইচ্ছে গুলো

বাঁজবে নতুন সুরে

আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায়

তোমার হাতটি ধরে

ঐ জিনুক ফোঁটা সাগর বেলায়

আমার ইচ্ছে করে

আমি মন ভেজাবো

ঢেউয়ের মেলায়

তোমার হাতটি ধরে

Samina Chowdhuryの他の作品

総て見るlogo

あなたにおすすめ