menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Sonar Moyna Pakhi

Samz vaihuatong
poet_starhuatong
歌詞
レコーディング

আমার সোনার ময়না পাখি

কোন দেশেতে গেলা উইড়া রে

দিয়া মোরে ফাঁকি রে

আমার সোনার ময়না পাখি ।।

সোনা বরণ পাখিরে আমার

কাজল বরণ আঁখি

দিবানিশি মন চায়রে

বাইন্ধা তরে রাখি রে

আমার সোনার ময়না পাখি ।।

দেহ দিছি প্রাণরে দিছি

আর নাই কিছু বাকী

শত ফুলের বাসন দিয়ারে

অঙে দিছি মাখি রে

আমার সোনার ময়না পাখি ।।

যাইবা যদি নিঠুর পাখি

ভাসাইয়া মোর আঁখি

এ জীবন যাবার কালে রে

ও পাখি রে

এ জীবন যাবার কালে রে

একবার যেন দেখি রে

আমার সোনার ময়না পাখি

কোন দেশেতে গেলা উইড়া রে

দিয়া মোরে ফাঁকি রে

আমার সোনার ময়না পাখি ।।

Samz vaiの他の作品

総て見るlogo

あなたにおすすめ

Amar Sonar Moyna Pakhi by Samz vai - 歌詞&カバー