menu-iconlogo
huatong
huatong
sandhya-mukherjee--cover-image

তুমি না হয় রহিতে কাছে

Sandhya Mukherjeehuatong
nocheater2001huatong
歌詞
収録
NasriN

তুমি না হয় রহিতে কাছে

কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে

আরো কিছু কথা নাহয় বলিতে মোরে

কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে

আরো কিছু কথা নাহয় বলিতে মোরে

এই মধুক্ষণ মধুময় হয়ে নাহয় উঠিত ভরে

আরো কিছু কথা নাহয় বলিতে মোরে

কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে

NasriN

সুরে সুরভীতে নাহয় ভরিত বেলা

মোর এলো চুল লয়ে বাতাস করিত খেলা

সুরে সুরভীতে নাহয় ভরিত বেলা

এলো চুল লয়ে বাতাস করিত খেলা

ব্যাকুল কত না বকুলের কুড়ি

রয়ে রয়ে যেত ঝরে

ওগো.... নাহয় রহিতে কাছ

কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে

NasriN

কিছু নিয়ে দিয়ে ওগো মোর মনময়

কিছু নিয়ে দিয়ে ওগো মোর মনময়

সুন্দরতর হতো নাকি বলো

একটু ছোঁয়ার পরিচয়

NasriN

ভাবের লীলায় নাহয় ভরিত আঁখি

আমারে নাহয় আরো কাছে নিতে ডাকি

ভাবের লীলায় নাহয় ভরিত আঁখি

আমারে নাহয় আরো কাছে নিতে ডাকি

নাহয় শোনাতে মরমের কথা

মোর দুটি হাত ধরে

ওগো... নাহয় রহিতে কাছে

কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে

আরো কিছু কথা নাহয় বলিতে মোরে

Sandhya Mukherjeeの他の作品

総て見るlogo

あなたにおすすめ