menu-iconlogo
huatong
huatong
avatar

💘গান💘এ জীবন তোমার জন্য💘

💘 SANY💘SRS💘huatong
🌀☀Sany-2☀ՏRS☀🌀huatong
歌詞
収録
গান=এই জীবন তোমার জন্য

Andrew Kishore & Kanak Chapa

F] এই জীবন তোমার জন্য

তাই মরন তোমার জন্যই যেন হয়..

তা না হলে ভালোবাসা,ভালোবাসাই নয়

তা না হলে ভালোবাসা ভালোবাসাই নয়

M] এই জীবন তোমার জন্য

তাই মরন তোমার জন্যই যেন হয়..

তা না হলে ভালোবাসা,ভালোবাসাই নয়

তা না হলে ভালোবাসা ভালোবাসাই নয়

F] কে দেখেছে অন্য জনম কে বলেছে আছে

লক্ষ জনম আমরাই দুজন ছিলাম যেন কাছে..

M] কে দেখেছে অন্য জনম কে বলেছে আছে

লক্ষ জনম আমরাই দুজন ছিলাম যেন কাছে

F] বুকের ভেতর প্রেমের শত চিন্ন যেন রয়

তা না হলে ভালোবাসা,ভালোবাসাই নয়

তা না হলে ভালোবাসা ভালোবাসাই নয়

M] এই জীবন তোমার জন্য

তাই মরন তোমার জন্যই যেন হয়..

তা না হলে ভালোবাসা,ভালোবাসাই নয়

তা না হলে ভালোবাসা ভালোবাসাই নয়

F] কে বলেছে প্রেমের কথা কে করেছে আগে

তোমার আমার প্রেমই প্রথম,মনে এমন লাগে..

M] কে বলেছে প্রেমের কথা কে করেছে আগে

তোমার আমার প্রেমই প্রথম, মনে এমন লাগে

F] তিলে তিলে ভালোবেসে,হোক না হৃদয় ক্ষয়

তা না হলে ভালোবাসা,ভালোবাসাই নয়

তা না হলে ভালোবাসা ভালোবাসাই নয়

M] এই জীবন তোমার জন্য

তাই মরন তোমার জন্যই যেন হয়..

তা না হলে ভালোবাসা,ভালোবাসাই নয়

তা না হলে ভালোবাসা ভালোবাসাই নয়

F] এই জীবন তোমার জন্য

তাই মরন তোমার জন্যই যেন হয়..

তা না হলে ভালোবাসা,ভালোবাসাই নয়

তা না হলে ভালোবাসা ভালোবাসাই নয়।

💘 SANY💘SRS💘の他の作品

総て見るlogo

あなたにおすすめ