menu-iconlogo
huatong
huatong
avatar

Jani Tumi asbe na fire

Sayanhuatong
gemthedoghuatong
歌詞
レコーディング
জানি তুমি

আসবে না ফিরে

বাসবে না ভালো আমাকে

জানি তুমি ভেঙ্গেছ হৃদয়

সেই আশাতে দুঃখ চেপে রয়

এ হৃদয়ে এতো কাছে

ছিলে তুমি মনে কি পড়ে

এ হৃদয়ে এতো কাছে

ছিলে তুমি মনে কি পড়ে

মনে কি পড়ে

জানি তুমি

আসবে না ফিরে

বাসবে না ভালো আমাকে

জানি তুমি

ভেঙ্গেছ হৃদয়

সেই আশাতে দুঃখ চেপে রয়

এ হৃদয়ে এতো কাছে

ছিলে তুমি মনে কি পড়ে

এ হৃদয়ে এতো কাছে

ছিলে তুমি মনে কি পড়ে

মনে কি পড়ে

কত আপন তুমি ছিলে

কেন আমাকে কাঁদালে

জানিনা কি অভিমানে

কেন চলে গেলে

কত আপন তুমি ছিলে

কেন আমাকে কাঁদালে

জানিনা কি অভিমানে

কেন চলে গেলে

এ হৃদয়ে এতো কাছে

ছিলে তুমি মনে কি পড়ে

এ হৃদয়ে এতো কাছে

ছিলে তুমি মনে কি পড়ে

মনে কি পড়ে

জানি তুমি

আসবে না ফিরে

বাসবে না ভালো আমাকে

জানি তুমি

ভেঙ্গেছ হৃদয়

সেই আশাতে দুঃখ চেপে রয়

এ হৃদয়ে এতো কাছে

ছিলে তুমি মনে কি পড়ে

এ হৃদয়ে এতো কাছে

ছিলে তুমি মনে কি পড়ে

মনে কি পড়ে

Sayanの他の作品

総て見るlogo

あなたにおすすめ

Jani Tumi asbe na fire by Sayan - 歌詞&カバー