menu-iconlogo
huatong
huatong
shabnur-tumi-mor-jiboner-cover-image

Tumi Mor Jiboner

Shabnurhuatong
rob.mondevillehuatong
歌詞
収録
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও সালমা জাহান

হুম হুম হুম হুম হুম..

আহা আহা আহা হা হা ..

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা...

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

দুঃখ সুখের পাখি তুমি

তোমার খাঁচায় এই বুক

সারা জীবন নয়ন যেন

দেখে তোমার এই মুখ

কন্ঠে আমার দাও পরিয়ে

সোহাগের মিলন মালা...

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

ভালোবাসার নদী তুমি

আমি তোমার দুই কুল

পাগল তুমি ফোটাও যে ফুল

আমি তোমার সেই ফুল

প্রেমের তরে সইবো বুকে

লক্ষ কাঁটারও জ্বালা...

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা....

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

আ আ আ আ

হুম হুম হুম হুম

আ আ আ আ

হুম হুম হুম হুম

Shabnurの他の作品

総て見るlogo

あなたにおすすめ