menu-iconlogo
huatong
huatong
avatar

Piya Tore Bin

Shadaab Hashmihuatong
ondabattlefieldhuatong
歌詞
収録
উরে গেলো স্বপ্নে যে মনটা আমার

যেই দিকে দেখি সুধু পাই যে তোমায় ×2

ও ও ...

পিয়া তোরে বিনা জিয়া যায় না

আমি হারিয়ে যাই আর খুজে বেড়াই,

পিয়া তোরে বিনা জিয়া যায় না ।

তুমি থাকো পাশে আর চল সাথে,

পিয়া তোরে বিনা জিয়া যায় না ।

লাগেজে এ পথ চেনা, যখন সাথে না থাক সঙ্গী

বুঝিনি তোকে হারিয়ে, সোনার খাঁচায় আমি বন্ধী ।

তোকে ছাড়া হাসি খুশি থাকিনা এখন

সুধু একবার কাছে আয়

সুধু ভুল ভাবনা আমি মুছেযে দেব,

একবার পাসেত আয় । ...

তোকে নিয়ে জিবনের কত কাহিনি

আমার সুরের তুই রাগিণী ।

আমি হারিয়ে যাই আর খুজে বেড়াই,

পিয়া তোরে বিনা জিয়া যায় না ।

তুমি থাকো পাশে আর চল সাথে,

পিয়া তোরে বিনা জিয়া যায় না ।

পারিনা দূরে গো থাকতে,

তোকে ছাড়া আমি দিশাহারা ।

সুধু চাই ভালবাসতে,

তোর খোঁজে এসেছি কিনারায় ।

একবার তুই চোখ মেলে দেখ,

হতে চাই আমি তোর সঙ্গী ।

এই প্রেম সাগরে ভেসে যেতে চাই,

সপ্নে বুনে রঙিন ...।

তোকে ছাড়া আর মন কিছু চায় না,

আমার হৃদয়ে যে তুই কামনা,

তোকে ছাড়া আর মন কিছু চায় না,

আমার হৃদয়ে যে তুই কামনা ...

আমি হারিয়ে যাই আর খুজে বেড়াই,

পিয়া তোরে বিনা জিয়া যায় না ।

তুমি থাকো পাশে আর চল সাথে,

পিয়া তোরে বিনা জিয়া যায় না ।

Shadaab Hashmiの他の作品

総て見るlogo

あなたにおすすめ