menu-iconlogo
huatong
huatong
avatar

Dhiki Dhiki Agun Jole

Shafin Ahamedhuatong
tiredofthis1huatong
歌詞
収録
ধিকি ধিকি আগুন জ্বলে

দুঃখের নদী বইয়া চলে

ধিকি ধিকি আগুন জ্বলে

দুঃখের নদী বইয়া চলে

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ধিকি ধিকি আগুন জ্বলে

দুঃখের নদী বইয়া চলে

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ভালোবাসি এতো তোরে আগে বুঝি নাই

এখন তোরে কোথায় পাই

উথাল পাথাল বুকের মাঝে

কইরাছি কি ভুল

তাইতো এ মনটা ব্যাকুল

ভালোবাসি এতো তোরে আগে বুঝি নাই

এখন তোরে কোথায় পাই

উথাল পাথাল বুকের মাঝে

কইরাছি কি ভুল

তাইতো এ মনটা ব্যাকুল

ধিকি ধিকি আগুন জ্বলে

দুঃখের নদী বইয়া চলে

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

তোরে ছাড়া এ জীবনে আপন কেহ নাই

এই কথা কেমনে বুঝাই

কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা

তাই মনে সুখ পাইলামনা

তোরে ছাড়া এ জীবনে আপন কেহ নাই

এই কথা কেমনে বুঝাই

কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা

তাই মনে সুখ পাইলামনা

ধিকি ধিকি আগুন জ্বলে

দুঃখের নদী বইয়া চলে

ধিকি ধিকি আগুন জ্বলে

দুঃখের নদী বইয়া চলে

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ধিকি ধিকি আগুন জ্বলে

দুঃখের নদী বইয়া চলে

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

ও ও ও…

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Shafin Ahamedの他の作品

総て見るlogo

あなたにおすすめ