menu-iconlogo
huatong
huatong
avatar

Jole Jole Jonaki

Shafiq Tuhin/Nancyhuatong
romah01huatong
歌詞
レコーディング
জ্বলে জ্বলে জোনাকি দিয়ে যায় আলো

আরো বেশী তোমাকে বেসেছি যে ভালো

জ্বলে জ্বলে জোনাকি দিয়ে যায় আলো

আরো বেশী তোমাকে বেসেছি যে ভালো

জনম জনম তোমাকে দেখেও

ভরবেনা আমার এ নয়ন

ভালবাসাতে পুড়ে পুড়ে, খাটি হয় পুড়া মন

ভালবাসাতে পুড়ে পুড়ে, খাটি হয় পুড়া মন

তোমারি প্রেমে অন্ধ আমি

কাটে না তো প্রেমেরি ঘোর

পলকে পলকে আছো তুমি

সারাক্ষণ তোমাতে বিবর

ও তোমারি প্রেমে অন্ধ আমি

কাটে না তো প্রেমেরি ঘোর

পলকে পলকে আছো তুমি

সারাক্ষণ তোমাতে বিবর

যদি না দেখি তোমায়, প্রাণ চলে যায়

এ যে এক সুখেরি দহন

ভালবাসাতে পুড়ে পুড়ে, খাটি হয় পুড়া মন

ভালবাসাতে পুড়ে পুড়ে, খাটি হয় পুড়া মন

এই জনমের অনেক আগেই, দুজনের ছিল পরিচয়

তুমার জন্য বেঁচে আজো,এ কথাটি শুধু মনে হয়

ও..এই জনমের অনেক আগেই, দুজনের ছিল পরিচয়

তুমার জন্য বেঁচে আজো,এ কথাটি শুধু মনে হয়

কভু আসে যদি ঝড় হবো না তো পর

রব পাশে জীবন মরণ

ভালবাসাতে পুড়ে পুড়ে, খাটি হয় পুড়া মন

ভালবাসাতে পুড়ে পুড়ে, খাটি হয় পুড়া মন

জ্বলে জ্বলে জোনাকি দিয়ে যায় আলো

আরো বেশী তোমাকে বেসেছি যে ভালো

জনম জনম তোমাকে দেখেও

ভরবেনা আমার এ নয়ন

ভালবাসাতে পুড়ে পুড়ে, খাটি হয় পুড়া মন

ভালবাসাতে পুড়ে পুড়ে, খাটি হয় পুড়া মন

Shafiq Tuhin/Nancyの他の作品

総て見るlogo

あなたにおすすめ