তোমায় ভালো যে বসিবো, যতনে রাখিবো 
আমার পরান করিয়া 
তুমি থাকিয়ো, থাকিয়ো, আমার থাকিয়ো 
সারাটি জনম ধরিয়া 
ডাকিয়ো, ডাকিয়ো, নিরলে ডাকিয়ো 
বন্ধুয়া, নাম ধরিয়া 
ও, বন্ধুয়া, নাম ধরিয়া 
 এই অন্তর কাড়িলা, জাদু যে করিলা 
পিরিতে ভাসাইলা হিয়া 
মায়াতে জড়াইলা, পাগল বানাইলা 
বাঁধিলা অন্তর দিয়া 
ডাকিয়ো, ডাকিয়ো, নিরলে ডাকিয়ো 
বন্ধুয়া, নাম ধরিয়া 
ও, বন্ধুয়া, নাম ধরিয়া 
 যদি নজরে নজরে না দেখি তোমারে 
বিরহে যাই মরিয়া 
হৃদয়মাঝারে মন বলে তোমারে 
যতনে রাখি ভরিয়া 
ডাকিয়ো, ডাকিয়ো, নিরলে ডাকিয়ো 
বন্ধুয়া, নাম ধরিয়া 
ও, বন্ধুয়া, নাম ধরিয়া 
তোমায় ভালো যে বসিবো, যতনে রাখিবো 
আমার পরান করিয়া 
তুমি থাকিয়ো, থাকিয়ো, আমার থাকিয়ো 
সারাটি জনম ধরিয়া 
ডাকিয়ো, ডাকিয়ো, নিরলে ডাকিয়ো 
বন্ধুয়া, নাম ধরিয়া 
ও, বন্ধুয়া, নাম ধরিয়া 
বন্ধুয়া, নাম ধরিয়া 
বন্ধুয়া, নাম ধরিয়া