menu-iconlogo
huatong
huatong
shafiq-tuhin-koto-valobashi-cover-image

Koto Valobashi

Shafiq Tuhinhuatong
mrstithhuatong
歌詞
収録
আমি মিটিং-মিছিল, সভা-সেমিনারে তোমার কথাই বলি

আমি নিজের পথে চলতে গিয়েই তোমার পথেই চলি

আমি অন্তবিহীন বিষন্নতায় তোমার স্বপ্ন বুনি

আমি এই পৃথিবীর সকল গানেই তোমার কন্ঠ শুনি

ওগো, শুরু তুমি, শেষেও তুমি, তুমি মধ্যিখানে

কত ভালোবাসি, শুধু অন্তরাত্মা জানে

কত ভালোবাসি, শুধু অন্তরাত্মা জানে

আমার মনের নীল গগনে তুমি সন্ধ্যাতারা

দীর্ঘ জীবন চাই না আমি তোমার সঙ্গ ছাড়া

চাই না আলো, চাই না কালো একটু যদি হাসো

তোমার নামে নিলাম হবো, সরল ভালবাসো

আমি তোমায় বুঝি, আর খুঁজি না কোনো কিছুর মানে

কত ভালোবাসি, শুধু অন্তরাত্মা জানে

কত ভালোবাসি, শুধু অন্তরাত্মা জানে

আমার প্রেমের সুখ চাদরে তুমি ছন্দ-ছবি

বৃত্ত-বিধান ভুলে আমি তাই তো চারণ কবি

উতল হাওয়া দোল খেয়ে যায় তোমার সুরে সুরে

তোমার নামে পদ্ম ফোটে মনের তালপুকুরে

ওগো বিশ্ব দেখা, কাব্য লেখা, সবই তোমার গানে

কত ভালোবাসি, শুধু অন্তরাত্মা জানে

কত ভালোবাসি, শুধু অন্তরাত্মা জানে

কত ভালোবাসি, শুধু অন্তরাত্মা জানে

কত ভালোবাসি, শুধু অন্তরাত্মা জানে

Shafiq Tuhinの他の作品

総て見るlogo

あなたにおすすめ