menu-iconlogo
huatong
huatong
shakib-khanapu-biswas-ek-bindu-valobasha-dau-cover-image

এক বিন্দু ভালবাসা দাও Ek Bindu Valobasha Dau

Shakib Khan/Apu Biswashuatong
freestronghuatong
歌詞
収録
এক বিন্দু ভালবাসা দাও

আমরা সবাই বন্ধু গ্রুপ

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

মনে প্রাণে আছো তুমি

চিরদিনই আমি তোমার হবো

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

মনে প্রাণে আছো তুমি

চিরদিনই আমি তোমার হবো

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

চেয়ে চেয়ে থাকি

তোমায় শুধু দেখি

কি আছে তোমার মাঝে

বলো কি আছে তোমার মাঝে

কাছে যদি ডাকো

পাশে যদি রাখো

কিছু আমি চাই না যে

আর কিছু আমি চাই না যে

এক নিঃশ্বাসে এক বিশ্বাসে

এক নিঃশ্বাসে এক বিশ্বাসে

তোমার প্রেমে আমি বেঁচে রবো

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

গানের শেষে লাইক দিতে ভুলবেন না প্লিজ

যত বারই ভাবি

ভাসে তোমার ছবি

পারিনা মুছে দিতে

আমি পারিনা মুছে দিতে

কি যে হবে ক্ষতি

করো যদি সাথী

জীবনও চলার পথে

তোমার জীবনও চলার পথে

এক অন্তরে এক বন্দরে

এক অন্তরে এক বন্দরে

আপন করে আমি বেঁধে নেবো

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

মনে প্রাণে আছো তুমি

চিরদিনই আমি তোমার হবো

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

ধন্যবাদ সবাইকে

Shakib Khan/Apu Biswasの他の作品

総て見るlogo

あなたにおすすめ