menu-iconlogo
huatong
huatong
avatar

️ রসিক চাবিওয়ালা

Sharif Uddinhuatong
playgirlfriendlyhuatong
歌詞
レコーディング
জং ধরে নাই ,রং উঠে নাই,,

জং ধরে নাই ,,রং উঠে নাই

ভালই আছে তালা ,।

দরকার একজন রসিক চাবি ওয়ালা রে তোর

দরকার একজন রসিক চাবি ওয়ালা ।

জং ধরে নাই, রং উঠে নাই

ভালোই আছে,, তালা,,

দরকার একজন রসিক চাবি ওয়াল রে ও তোর

দরকার একজন রসিক চাবি ওয়ালা ,।

যার ঘরেতে এত বড়

ডাঙ্গর মাইয়া থাকে ।

তার মা বাবা কেমনে

ঘুমায়া তেল দিয়ে নাকে ।

দেখতে দেখতে 21 22

বছর করলে পার

বর্তমান যুগে তে ধৈর্য

কতো ধরবি আর

রাতে আমার ঘুম ধরে না যতই চেষ্টা করি

ইচ্ছে করে যাই এখন

তোর গলাটা ধরে

দিনে দিনে শুকাবে তোর

দিনে দিনে শুকাবে তোর যৌবন ফুলের মালা

দরকার একজন রসিক চাবি ওয়ালা রে ও তোর

দরকার একজন রসিক চাবি ওয়ালা ।

জং ধরে নাই,, রং উঠে নাই,

ভালই আছে ,তালা ,,

দরকার একজন রসিক চাবি ওয়ালা রে ও তোর

দরকার একজন রসিক চাবি ওয়ালা ,।

পরশুদিন খালি ভিতে

ঠিক দুপুরের কালে ।

কি জানো কি ভাবতে ছিলি বৈশা গাছের ডালে।

ওড়না টা উড়িয়া গেল আশঙ্কা বাতাসে

আমি ছাড়া কেউ ছিলনা তখন আশে পাশে

এমন একটা গোপন

জায়গায় একলা

সুযোগ পাইয়া

চুরের মতো তোরে আমি দেখলাম চাইয়া

চাইয়া খারাপ লাগে যখন দেখি

খারাপ লাগে যখন দেখি সুন্দর মুখখান কালা

দরকার একজন রসিক চাবি ওয়ালা রে ও তোর

দরকার একজন রসিক চাবি ওয়ালা ,,।

জং ধরে নাই ,,রং উঠে নাই,,

ভালই আছে , তালা ,,

দরকার একজন রসিক চাবি ওয়ালা রে ও তোর

দরকার একজন রসিক চাবি ওয়ালা ।

আমারও তো বিয়ের বয়স হয়েছে অনেক আগে।

তাইতো এখন তোরে দেখলে কেমন যেন লাগে ।

তোর জীবনে কিসের অভাব আমি কিন্তু বুজি।

অনেক দিন হয় আমিওতো এমন মেয়ে খুঁজি

মনের সাথে মন যদি

লাগে খাপের খাপ ।

কী করবে রে আমার বাপে কি করবে তোর বাপ ।

মিটে যাবে দুজনেরই

মিটে যাবে দুজনেরই

বুকের যত জ্বালা ,, ।

দরকার একজন রসিক চাবি ওয়ালা রে ও তোর

দরকার একজন রসিক চাবি ওয়ালা ,,

জং ধরে নাই ,,রং উঠে নাই,,

জং ধরে নাই,, রং উঠে নাই,,

ভালই আছে তালা ,,

দরকার একজন রসিক চাবি ওয়ালা রে ও তোর

দরকার একজন রসিক চাবি ওয়ালা ,।

জং ধরে নাই,, রং উঠে নাই,,

ভালই আছে , তালা ,,

দরকার একজন রসিক চাবি ওয়ালা রে ও তোর

দরকার একজন রসিক চাবি ওয়ালা রে ও তোর

দরকার একজন রসিক চাবি ওয়ালা রে ও তোর

দরকার একজন রসিক চাবি ওয়ালা ,।

Sharif Uddinの他の作品

総て見るlogo

あなたにおすすめ

️ রসিক চাবিওয়ালা by Sharif Uddin - 歌詞&カバー