menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Amari Hobe

Shashwat Singhhuatong
monkey0397huatong
歌詞
レコーディング
তুমি আমারই হবে, এটা লেখাই ছিল

ভালোবাসার এ হাওয়া আমায় উড়িয়ে নিলো

তুমি আমারই হবে, এটা লেখাই ছিল

ভালোবাসার এ হাওয়া আমায় উড়িয়ে নিলো

চলো একটাই জীবন ভালোবেসে কাটাই

আমারই যা কিছু, তোমারই পুরোটাই

তুমি আমারই হবে, এটা লেখাই ছিল

ভালোবাসার এ হাওয়া আমায় উড়িয়ে নিলো

চলো একটাই জীবন ভালোবেসে কাটাই

আমারই যা কিছু, তোমারই পুরোটাই

গল্প বলার ছলে জ্বলে আগুন জ্বলে

স্বপ্ন জুড়েছে, সঙ্গে পুড়েছে মন

ভালোবাসায় বাঁচি, এই তো আমি আছি

তুমি আমার ভালো থাকার কারণ

আমি তোমারই হবো সব গল্প আর কথায়

রয়ে যাবো চিরদিন সব দুঃখ আর ব্যথায়

চলো একটাই জীবন ভালোবেসে কাটাই

আমারই যা কিছু, তোমারই পুরোটাই

মন জোয়ারে নদী যাক ভেসে যায় যদি

তোমাকে নিয়েই এই ডুবি এই ভাসি

ভালোবাসার ঘোরে বোঝাবো কী করে

ছুঁলে আগুনও লাগছে ফুলের হাসি

তুমি আমারই হবে এটা লেখাই ছিল

ভালোবাসার এ হাওয়া আমায় উড়িয়ে নিলো

চলো একটাই জীবন ভালোবেসে কাটাই

আমারই যা কিছু, তোমারই পুরোটাই

Shashwat Singhの他の作品

総て見るlogo

あなたにおすすめ