menu-iconlogo
huatong
huatong
shawonchanchal-chowdhury-juboti-radhe-cover-image

সর্বত মঙ্গল রাধে Juboti Radhe

Shawon/Chanchal Chowdhuryhuatong
monalisared8huatong
歌詞
収録
লাইক ও ফলো করে সাথেই থাকুন।

প্রথম অংশ মেয়ে

দ্বিতীয় অংশ ছেলে

সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়

বৃন্দাবনের বংশিধারী ঠাকুরও কানাই

একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়

পেছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়

জল ভরো জল ভরো রাধে ও গোয়ালের ঝি

কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী

কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়

বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়?

কালো কালো করিসনা লো ও গোয়ালের ঝি

আমায় বিধাতা করেছে কালো আমি করব কী?

এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়

আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চায়

এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল

সর্প হয়ে কালো বাশি রাধেকে দংশিল

ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল

মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িল

মরবেনা মরবেনা রাধে মন্ত্র ভাল জানি

দুই এক খানা ঝাড়া দিয়ে বিষ করিব পানি

এমনও অঙ্গেরও বিষ যে ঝাড়িতে পারে

সোনার এই যৌবনখানি দান করিব তারে

এই কথা শুনিয়া কানাই বিষ ঝাড়িয়া দিল

ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল

মিউজিক টি ভালো লাগলে

তাহলে অবশ্যই একটা দিবেন।

গৃহবাসে গিয়া রাধে আড়ে বিছায় চুল

কদম তলায় থাইক্কা কানাই ফিইক্কা মারে ফুল

বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো

পরেরও রমণী দেখে জালায় জলে মরো

বিয়া তো করিবো রাধে বিয়া তো করিবো

তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো

আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও

গলায় কলসি বেধে যমুনাতে যাও

কোথায় পাবো হাড় কলসি কোথায় পাবো দড়ি

তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি

তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি

Shawon/Chanchal Chowdhuryの他の作品

総て見るlogo

あなたにおすすめ