menu-iconlogo
huatong
huatong
avatar

Keu Thake Na Chirodin Sathe

Sheikh Mahim Edwardhuatong
yvonne@33648013huatong
歌詞
レコーディング
যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে

আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে

তোমার ঘরের পুতুলগুলো তখন

চুপ-অভিমানে ঘরে ফিরে যায় ভাঙ্গা মনে

তাইতো রাত আমায় বলে

তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে

কেউ থাকে না চিরদিন সাথে

যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে

ভেঙ্গে পড়োনা এই রাতে

ও চাঁদ, বলো না সে লুকিয়ে আছে কোথায়?

সে কি খুব কাছের তারাটা তোমার?

সে কি করেছে অভিমান আবার?

হঠাৎ সে চলে গেছে, শূন্যতা যেন এ ঘরে

তাইতো রাত আমায় বলে

তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে

কেউ থাকে না চিরদিন সাথে

যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে

ভেঙ্গে পড়োনা রাতে

তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে

কেউ থাকে না চিরদিন সাথে

যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে

ভেঙ্গে পড়োনা এই রাতে

Sheikh Mahim Edwardの他の作品

総て見るlogo

あなたにおすすめ