menu-iconlogo
huatong
huatong
shironamhin--cover-image

এই অবেলায়

Shironamhinhuatong
DREAMGIRL_star097huatong
歌詞
収録
এই অবেলায় তোমারই আকাশে

নীরব আপসে ভেসে যায়

সেই ভীষণ শীতল ভেজা চোখ

কখনো দেখাইনি তোমায়

কেউ কোথাও ভালো নেই যেন সেই

কতকাল আর হাতে হাত অবেলায়

কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে

ভেজা চোখ দেখাইনি তোমায়

সেই কবেকার ভায়োলিন

বেজে যায় কতদিন

প্রাণে চাপা ঢেউ

দেখেনি আর কেউ

কখনো অভিমান, অবাধ্য পিছুটান

জানি না কী কষ্টে এই অবেলায়

তবুও নির্বাসন বাসর সাজিয়ে

ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়

ঘুণে খাওয়া মেঘে কালো হয়ে যায় এ হৃদয় যখন

একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন

আজও তাই, অবাক রঙে এঁকে যাই

সাদা কালো রঙ মাখা ফানুসের মুহূর্ত রাঙাই

ভীষণ কালো মেঘ, পুড়ে ছাই আবেগে আজও তাই

অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই

এই সন্ধ্যায় দুচোখ সাগরে

বুকের পাঁজরে ভেসে যায়

অবাক জোছনায় লুকিয়ে রেখেছি

ভেজা চোখ দেখাইনি তোমায়

এই অবেলায় তোমারই আকাশে

নীরব আপসে ভেসে যায়

সেই ভীষণ শীতল ভেজা চোখ

কখনো দেখাইনি তোমায়

কেউ কোথাও ভালো নেই যেন সেই

কতকাল আর হাতে হাত অবেলায়

কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে

ভেজা চোখ দেখাইনি তোমায়

Shironamhinの他の作品

総て見るlogo

あなたにおすすめ