menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Ja Harabar Geche Hariye

Shreya ghoshalhuatong
mpoppletonhuatong
歌詞
収録
শ্রেয়া ঘোষালের জনপ্রিয় গান

Bd By Raihan

আমার যা হারাবার,গেছে হারিয়ে

জীবনে তাকে আর,পাবোনা ফিরে

আমার যা হারাবার,গেছে হারিয়ে

জীবনে তাকে আর,পাবোনা ফিরে

জীবনে তাকে আর,পাবোনা ফিরে

নীড় ভেঙ্গে পাখি,গেছে উড়ে,,

আমার হৃদয়ে মরুভূমি করে

নীড় ভেঙ্গে পাখি গেছে উড়ে

আমার হৃদয়ে মরুভূমি করে

মরীচিকার মতো আমায় রয়েছে ঘিরে

জানিনা আজ সে কার দখলে

আমার যা হারাবার,গেছে হারিয়ে

জীবনে তাকে আর,পাবোনা ফিরে

বেদনা ভরা মন,কেঁদে মরে ,

আমি কোথায় তারে পাবো খুঁজে

বেদনা ভরা মন,কেঁদে মরে ,

আমি কোথায় তারে,পাবো খুঁজে

আবার যদি কখনো আসে ফিরে

রাখবো আমি বেঁধে হৃদয় নীড়ে

আমার যা হারাবার,গেছে হারিয়ে

আমার যা হারাবার,গেছে হারিয়ে

জীবনে তাকে আর,পাবোনা ফিরে

জীবনে তাকে আর,পাবোনা ফিরে

Shreya ghoshalの他の作品

総て見るlogo

あなたにおすすめ