menu-iconlogo
huatong
huatong
avatar

O shyam jakhan takhan

Shreya Goshal/Aarti Mukherjihuatong
lovelayne7huatong
歌詞
収録
ও শ্যাম যখন তখন খেলোনা খেলা অমন

ধরলে আজ তোমায় ছাড়বনা

দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে

আজকে এই খেলাতে হারবনা

করোনা আর সেই চাতুরী ভেঙ্গে দেব জারিজুরি

লোকেদের মন্দ কথার ধার ধারবনা

ধরলে আজ তোমায় ছাড়বনা

বারে বারে ফাঁকি দিয়ে

জিতে তুমি যাও পালিয়ে

এ খেলা মানতে তোমার আর পারবোনা

ধরলে আজ তোমায় ছাড়বনা

Shreya Goshal/Aarti Mukherjiの他の作品

総て見るlogo

あなたにおすすめ