menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Hamiloner Shei Bashiwala

Shuvro Devhuatong
scott.mcgeehuatong
歌詞
レコーディング
আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা

বাজাবো বাঁশি সুরে সুরে

আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা

বাজাবো বাঁশি সুরে সুরে

তোমাকে আসতেই হবে

যেখানেই থাকো, যত দুরে

আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা

বাজাবো বাঁশি সুরে সুরে

নিড়ে কি থাকে পাখি

আকাশ ডাকে যদি

সাগরে ছুটে যাবেই নদী

নিড়ে কি থাকে পাখি

আকাশ ডাকে যদি

সাগরে ছুটে যাবেই নদী

জানি আমার কাছে আসবেই

চেনা পথ ধরে

তোমাকে আসতেই হবে

যেখানেই থাকো, যত দুরে

আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা

বাজাবো বাঁশি সুরে সুরে

মেঘের আড়ালে জ্বলে

হাজার তারার আলো

আমাকে জানি বাসো ভালো

মেঘের আড়ালে জ্বলে

হাজার তারার আলো

আমাকে জানি বাসো ভালো

তুমি চাঁদের মতো হাসবে

আমার আকাশ জুড়ে

তোমাকে আসতেই হবে

যেখানেই থাকো, যত দুরে

আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা

বাজাবো বাঁশি সুরে সুরে

আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা

বাজাবো বাঁশি সুরে সুরে

তোমাকে আসতেই হবে

যেখানেই থাকো, যত দুরে

আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা

বাজাবো বাঁশি সুরে সুরে

Shuvro Devの他の作品

総て見るlogo

あなたにおすすめ