menu-iconlogo
huatong
huatong
avatar

Ar Jagasne maa Jaya/আর জাগাসনে মা জয়া, পুরাতনী আগমনী গান, সবুজ মনের উমা বরন...

SMA's Music Library..huatong
Parthasarathi_SMA🎼🌱huatong
歌詞
収録
সবুজ মনের উমা বরন.....

(পুরাতনী আগমনী গান)

আর জাগাস্‌ নে মা জয়া,

অবোধ অভয়া,

কত করে’ উমা এই ঘুমালো

আর জাগাস্‌ নে মা জয়া,

অবোধ অভয়া,

কত করে’ উমা এই ঘুমালো ।

উমা জাগিলে একবার,

ঘুম পাড়ানো ভার –

(উমা) জাগিলে একবার,

ঘুম পাড়ানো ভার –

মায়ের চঞ্চল স্বভাব

আছে চিরকাল ।

আর জাগাস্‌ নে মা জয়া,

অবোধ অভয়া,

কত করে’ উমা এই ঘুমালো ।

কথা ও সুর : দ্বিজ রাধিকাপ্রসন্ন

সংগীতায়োজন : গ্রীন রিদম

কাল উমা আমার এল সন্ধ্যাকালে,

কি জানি কি রূপে ছিলে বিল্বমূলে,

কাল উমা আমার এল সন্ধ্যাকালে,

কি জানি কি রূপে ছিলে বিল্বমূলে,

বিল্বমূলে স্থিতি করিয়ে পার্বতী

বিল্বমূলে স্থিতি করিয়ে পার্বতী

জাগিয়ে যামিনী পো...হালো।

আর জাগাস্‌ নে মা জয়া,

অবোধ অভয়া,

কত করে’ উমা এই ঘুমালো ।

কারাওকে মিউজিক ট্র‍্যাক ক্রিয়েশন এন্ড আপলোড : সবুজ মনের মিউজিক লাইব্রেরী..

উপরোধ উমা এড়াতে না পেরে,

সারাদিন বেড়ায় প্রতি ঘরে ঘরে ;..

উপরোধ উমা এড়াতে না... পেরে,

সারাদিন বেড়ায় প্রতি ঘরে ঘরে

সন্ধ্যা বেলা, অবশ হ’ল ঘুমের ঘোরে –

সন্ধ্যা বেলা, অবশ হ’ল ঘুমের ঘোরে –

মায়ের মুখের পান মুখে রহিল ।

আর জাগাস্‌ নে মা জয়া,

অবোধ অভয়া,

কত করে’ উমা এই ঘুমালো ।

সবুজ মনের আড্ডা...

উমার সঙ্গে জয়া, যদি করবি খেলা,

উমার সঙ্গে জয়া, যদি করবি খেলা,

খেল্‌বি গো জয়া জাগিলে.. মঙ্গলা,

উমার সঙ্গে জয়া, যদি করবি খেলা,

খেল্‌বি গো জয়া জাগিলে মঙ্গলা

দ্বিজ রাধিকায় বলে, উমা না জাগিলে,

(দ্বিজ)রাধিকায় বলে, উমা না জাগিলে,

জগতে কে জাগিবে বল ।।

আর জাগাস্‌ নে মা জয়া,

অবোধ অভয়া,

কত করে’ উমা.. এই ঘুমালো ।

উমা জাগিলে একবার,

ঘুম পাড়ানো ভার –

(উমা) জাগিলে একবার,

ঘুম পাড়ানো ভার –

মায়ের চঞ্চল স্বভাব

আছে চিরকাল ।

(আর) জাগাস্‌ নে মা জয়া,

অবোধ অভয়া,

কত করে’ উমা এই ঘুমালো,

কত করে’ উমা এই ঘুমালো

কত করে’ উমা এই ঘুমালো।

সবুজ মনের আড্ডা....

SMA's Music Library..の他の作品

総て見るlogo

あなたにおすすめ