menu-iconlogo
huatong
huatong
soma-ghosh-amar-ange-ange-key-bajay-cover-image

Amar Ange Ange Key Bajay

Soma Ghoshhuatong
miller12007huatong
歌詞
収録
আমার অঙ্গে অঙ্গে কে বাজায়, বাজায় বাঁশি

আমার অঙ্গে অঙ্গে কে বাজায়

আনন্দে বিষাদে মন উদাসী

কে বাজায়, বাজায় বাঁশি

আমার অঙ্গে অঙ্গে কে বাজায়

পুষ্পবিকাশের সুরে

দেহ মন উঠে পূরে

পুষ্পবিকাশের সুরে

দেহ মন উঠে পূরে

কী মাধুরী সুগন্ধ

বাতাসে যায় ভাসি

কে বাজায়, বাজায় বাঁশি

আমার অঙ্গে অঙ্গে কে বাজায়

সহসা মনে জাগে আশা

মোর আহুতি পেয়েছে অগ্নির ভাষা

সহসা মনে জাগে আশা

মোর আহুতি পেয়েছে অগ্নির ভাষা

আজ মম রূপে বেশে

লিপি লিখি কার উদ্দেশে

আজ মম রূপে বেশে

লিপি লিখি কার উদ্দেশে

এল মর্মের বন্দিনী বাণী

বন্ধন নাশি

কে বাজায়, বাজায় বাঁশি

আমার অঙ্গে অঙ্গে কে বাজায়

Soma Ghoshの他の作品

総て見るlogo

あなたにおすすめ