menu-iconlogo
huatong
huatong
歌詞
レコーディング
কিছু কথা কখনোই বলা যায় না

বুঝে নিতে হয় নিজেকে

একঘেয়ে ভালোবাসা আর যায় না

ঠেকে তবেই লোকে শেখে

আমাদের ভেতর আমি কোথাও নেই

পুরোটা জুড়ে আছো তুমি

রাস্তা কোথাও তো শেষ হতোই

কখন পেরিয়ে গেছে limit

স্মৃতিরা নিভে যাবে

দাগ সব মুছে যাবে

তুমি কি বদলে যাবে

তোমায় ছাড়া ভালো আছি

নিজের অনেক কাছাকাছি

নিজের মতো এই বেশ আছি

ভালো-মন্দে কানামাছি

নষ্ট করে ফেলেছি অনেক সময়

চলে গেছে, আর ফিরবে না

কষ্ট পেয়েছি যতটা মনে হয়

এখন সামলানো যাবে না

যা পড়ে ছিলো, তাই যত্ন করে

আগলে রেখেছি কাছে

পুরোনো অভ্যেস যাচ্ছে ঝরে

আমার কারণ আমি নিজে

ঘুম আসে রাতের সাথে

হলে ভোর, আলো মেখে

আয়নায় নিজের চোখে

তোমায় ছাড়া ভালো আছি

নিজের অনেক কাছাকাছি

নিজের মতো এই বেশ আছি

ভালো-মন্দে কানামাছি

তোমায় ছাড়া ভালো আছি

নিজের অনেক কাছাকাছি

নিজের মতো এই বেশ আছি

ভালো-মন্দে কানামাছি

স্মৃতিরা নিভে যাবে

দাগ সব মুছে যাবে

তুমি কি বদলে যাবে

তোমায় ছাড়া ভালো আছি

নিজের অনেক কাছাকাছি

নিজের মতো এই বেশ আছি

ভালো-মন্দে কানামাছি

তোমায় ছাড়া ভালো আছি

নিজের অনেক কাছাকাছি

নিজের মতো এই বেশ আছি

ভালো-মন্দে কানামাছি

Somlata Acharyya Chowdhury/Somlata And The Aces/Sudipto Banerjeeの他の作品

総て見るlogo

あなたにおすすめ