menu-iconlogo
huatong
huatong
歌詞
レコーディング
নীল ঘুড়িটার যেই ছিঁড়েছে সুতো

চিল পাখিটার ভেঙেছে ডানা

মিল পেয়েছে আজ দু'জনে দু'টো

ঝিল পেরিয়ে ওরা উড়ে যেতে চায়

দূরে যেতে চায়

কত শীত ভরা ছাদ

কত ঘুম পার করে

কিছু রোদ মরশুম ধার করে

কত ভুল ভরা খাদ

কত ভয় পার করে

কিছু ঠিক বিনিময়ে ধার করে

চেয়ে থাক খোলা মাঠ

ধুলো গ্রাম এভাবেই

মিশে যাক দু'টো নাম হাওয়াতে

পড়ে থাক যা ছিল

যেটুকুই এখানে

একে এক মিলে দুই হওয়াতে

নীল ঘুড়িটার যেই ছিঁড়েছে সুতো

চিল পাখিটার ভেঙেছে ডানা

মিল পেয়েছে আজ দু'জনে দু'টো

ঝিল পেরিয়ে ওরা উড়ে যেতে চায়

দূরে যেতে চায়

উড়ে যেতে চায়

দূরে যেতে চায়

উড়ে যেতে চায়

দূরে যেতে চায়

Somlata And The Aces/Somlata Acharyya Chowdhuryの他の作品

総て見るlogo

あなたにおすすめ