menu-iconlogo
logo

জানি তুমিও ঘুমাতে পারোনি

logo
avatar
Sonu nigamlogo
┏━━⋆💌ˢᵐˢ💌❴ᎪᎡᏆƑ❵⋆━━࿇1logo
アプリ内で歌う
歌詞
জানি,তুমিও ঘুমাতে পারোনি,

আমিও ঘুমাইনি,সেদিন রাতে,

সামান্য কি কথা নিয়ে যে,

অভিমান করেছিলে আমার সাথে,

জানি,তুমিও ঘুমাতে পারোনি,

আমিও ঘুমাইনি,সেদিন রাতে,

সামান্য কি কথা নিয়ে যে,

অভিমান করেছিলে আমার সাথে,

জানি,তুমিও ঘুমাতে পারোনি..

একটু সহজ হতে,ছিলনাতো দোষ,

কি এমন দোষ হত করলে আপোষ,

একটু সহজ হতে,ছিলনাতো দোষ,

কি এমন দোষ হত করলে আপোষ,

যদি,দুজনে ভূলে যেতাম সব অভিমান,

কি এমন ক্ষতি ছিল বল তাতে,

জানি,তুমিও ঘুমাতে পারোনি,

আমিও ঘুমাইনি সেদিন রাতে,

সামান্য কি কথা নিয়ে যে,

অভিমান করেছিলে আমার সাথে,

জানি,তুমিও ঘুমাতে পারোনি..

এইতো সেদিন তুমি,হাতে নিয়ে ফুল,

বলেছিলে কোনদিন বোঝনাগো ভূল,

এইতো সেদিন তুমি,হাতে নিয়ে ফুল,

বলেছিলে কোনদিন বোঝনাগো ভূল,

যদি,দুজনে ফিরে পেতাম সেই মধুক্ষন,

কি এমন ক্ষতি ছিল বল তাতে,

জানি,তুমিও ঘুমাতে পারোনি,

আমিও ঘুমাইনি সেদিন রাতে

সামান্য কি কথা নিয়ে যে,

অভিমান করেছিলে আমার সাথে,

জানি,তুমিও ঘুমাতে পারোনি,

আমিও ঘুমাইনি সেদিন রাতে

সামান্য কি কথা নিয়ে যে,

অভিমান করেছিলে আমার সাথে,

জানি,তুমিও ঘুমাতে পারোনি..

জানি তুমিও ঘুমাতে পারোনি by Sonu nigam - 歌詞&カバー