menu-iconlogo
huatong
huatong
srabani-sen--cover-image

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো

Srabani Senhuatong
sherimansonhuatong
歌詞
収録
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

আমার নামটি লিখো তোমার

মনের মন্দিরে.....।

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

আমার নামটি লিখো তোমার

মনের মন্দিরে.....।

আমার পরানে যে গান বাজিছে

তাহার তালটি শিখো তোমার

চরণ মঞ্জীরে।।

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

আমার নামটি লিখো তোমার

মনের মন্দিরে.....।

মিউজিক...

ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে

আমার মুখর পাখি – তোমার

প্রাসাদ প্রাঙ্গণে......।

মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো

আমার হাতেরো রাখী – তোমার

কনক কঙ্কণে...।

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

আমার নামটি লিখো তোমার

মনের মন্দিরে.....।

মিউজিক...

আমার লতার একটি মুকুল

ভুলিয়া তুলিয়া রেখো – তোমার

অলক বন্ধনে....।

আমার স্মরল শুভ সিন্দুরে

একটি বিন্দু এঁকো তোমার

ললাট চন্দনে....।

আমার মনের মোহের মাধুরী

মাখিয়া রাখিয়া দিয়ো তোমার

অঙ্গসৌরভে...।

আমার আকুল জীবনমরণ

টুটিয়া লুটিয়া নিয়ো তোমার

অতুল গৌরবে....।

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

আমার নামটি লিখো তোমার

মনের মন্দিরে.....।

Srabani Senの他の作品

総て見るlogo

あなたにおすすめ