menu-iconlogo
huatong
huatong
avatar

JALE NEBO NA জলে নেবো না (ARATI MUKHERJEE)

SUBHASIS Ⓜ️Ⓜ️🅱️huatong
PRIYA❤❤🎉Ⓜ️Ⓜ️🅱️🎉huatong
歌詞
レコーディング
SONG UPLOADED BY

👇👇👇👇👇👇👇

👉👉♥️♥️SUBHASIS Ⓜ️Ⓜ️🅱️♥️♥️👈👈

PARTY ROOM ID 2️⃣9️⃣9️⃣2️⃣4️⃣0️⃣

SONG REQUESTED BY

SANDIPA Ⓜ️Ⓜ️🅱️

JALE NEBO NA (জলে নেবো না) ARATI MUKHERJEE

MUSIC

জলে নেবো না আর থই পাবে না

জলে নেবো না আর থই পাবে না

থই থই করে নদী এখন যে বরষা,

এ সময় এ নদীর নেই কোনো ভরসা।।

খুব জল, ডুব জল, নেই কূল নেই তল,

জল খেলা খেলো না আর তুমি সহসা।।

জলে নেবো না আর থই পাবে না

পাবে না

পাবে না

পাবে না

পাবে না...

👉👉♥️♥️SUBHASIS Ⓜ️Ⓜ️🅱️♥️♥️👈👈

MUSIC

দিন নেই রাত নেই বান আসছে,

থেকে থেকে কার টান আসছে।

দিন নেই রাত নেই বান আসছে,

থেকে থেকে কার টান আসছে।

ভাঙছে তো ভাঙছেই, ভাঙছে তো ভাঙছেই,

পাড় ভাঙছে

ঢেউ আসে ঝাঁপিয়ে প্রাণ করে সরসা।।

জলে নেবো না আর থই পাবে না

পাবে না

পাবে না

পাবে না

পাবে না...

👉👉♥️♥️SUBHASIS Ⓜ️Ⓜ️🅱️♥️♥️👈👈

MUSIC

তরঙ্গে তরঙ্গে ওঠে ঘুর্ণি,

দুরন্ত মন হলো আশা-পূর্ণি

তরঙ্গে তরঙ্গে ওঠে ঘুর্ণি,

দুরন্ত মন হলো আশা-পূর্ণি

জ্বলছে তো জ্বলছেই জ্বলছে তো জ্বলছেই

জল চুমকি

কোন্ তৃষা জ্বলে রে অন্তর হরষা।

জলে নেবো না আর থই পাবে না

জলে নেবো না আর থই পাবে না

থই থই করে নদী এখন যে বরষা,

এ সময় এ নদীর নেই কোনো ভরসা।।

খুব জল, ডুব জল,

নেই কূল নেই তল,

জল খেলা খেলো না আর তুমি সহসা।।

জলে নেবো না আর থই পাবে না

জলে নেবো না আর থই পাবে না

পাবে না

পাবে না

পাবে না

পাবে না...

👉👉♥️♥️SUBHASIS Ⓜ️Ⓜ️🅱️♥️♥️👈👈

অসংখ্য ধন্যবাদ সবাইকে ।।

SUBHASIS Ⓜ️Ⓜ️🅱️の他の作品

総て見るlogo

あなたにおすすめ