menu-iconlogo
huatong
huatong
subho--cover-image

আসে বসন্ত ফুলবনে- ফিরোজা বেগম

Subhohuatong
logout.huatong
歌詞
収録
নজরুল সঙ্গীত

রাগঃ ভীমপলশ্রী

তালঃ দাদরা

শিল্পিঃ ফিরোজা বেগম

অনুরোধঃ চন্দ্রবিন্দু মিউজিক বিডি (CBM FAMILY)

আপলোডঃ শুভ (MMS FAMILY)

আসে বসন্ত ফুলবনে

সাজে বনভূমি সুন্দরী

আসে বসন্ত ফুলবনে

সাজে বনভূমি সুন্দরী

চরণে পায়েলা রুমু ঝুমু

চরণে পায়েলা রুমু ঝুমু

মধুপ উঠিছে গুঞ্জরি

আসে বসন্ত ফুলবনে।।

মিউজিক...

দোলে আলো ছায়া বন দু’কূল

উড়ে প্রজাপতি কলকে ফুল

দোলে আলো ছায়া বন দু’কূল

উড়ে প্রজাপতি কলকে ফুল

কর্ণে অতসী স্বর্ণ দুল

আলোক লতার সাতনরি

সাজে বনভূমি সুন্দরী

আসে বসন্ত ফুলবনে।।

মিউজিক...

সোনার গোধূলি নামিয়া আয়

আমার রূপালি ফুল শোভায়

আমার সজল আঁখি পাতায়

আমার সজল আঁখি পাতায়

আয় রামধনু রং ধরি

--- --- ---

কবি তোর ফুলমালী কেমন

ফাগুনে শুষ্ক পুষ্প বন

কবি তোর ফুলমালী কেমন

ফাগুনে শুষ্ক পুষ্প বন

বরিবি বঁধুরে এলে চ্যমন

রিক্ত হাতে কি ফুল ভরি

সাজে বনভূমি সুন্দরী

আসে বসন্ত ফুলবনে।।

ধন্যবাদ।

Subhoの他の作品

総て見るlogo

あなたにおすすめ