menu-iconlogo
huatong
huatong
avatar

একটা ছিল সোনার কন্যা Akta Cilo Sonar Konna

Subir Nandihuatong
ogrady1427huatong
歌詞
レコーディング
একটা ছিল সোনার কন্যা

মেঘ বরণ কেশ

ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ

দুই চোখে তার আহারে কি মায়া

নদীর জলে পড়ল কন্যার ছায়া

তাহার কথা বলি

তাহার কথা বলতে বলতে

নাও দৌঁড়াইয়া চলি

তাহার কথা বলি

তাহার কথা বলতে বলতে

নাও দৌঁড়াইয়া চলি

কন্যার চিরল বিরল চুল

তাহার কেশে জবা ফুল

কন্যার চিরল বিরল চুল

তাহার কেশে জবা ফুল

সেই ফুল পানিতে ফেইলা

কন্যা করল ভুল

কন্যা ভুল করিস না

ও কন্যা ভুল করিস না

আমি ভুল করা কন্যার লগে

কথা বলবো না

একটা ছিল সোনার কন্যা

মেঘ বরণ কেশ

ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ

দুই চোখে তার আহারে কি মায়া

নদীর জলে পড়ল কন্যার ছায়া

হাত খালি গলা খালি

কন্যার নাকে নাকফুল

হাত খালি গলা খালি

কন্যার নাকে নাকফুল

সেই ফুল পানিতে ফেইলা

কন্যা করল ভুল

কন্যা ভুল করিস না

ও কন্যা ভুল করিস না

আমি ভুল করা কন্যার লগে

কথা বলবো না..

একটা ছিল সোনার কন্যা

মেঘ বরণ কেশ

ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ

দুই চোখে তার আহারে কি মায়া

নদীর জলে পড়ল কন্যার ছায়া

কন্যা ভুল করিস না

ও কন্যা ভুল করিস না

আমি ভুল করা কন্যার লগে

কথা বলবো না

এখন নিজের কথা বলি

নিজের কথা বলতে বলতে

নাও দৌঁড়াইয়া চলি

এখন নিজের কথা বলি

নিজের কথা বলতে বলতে

নাও দৌঁড়াইয়া চলি..

সবুজ বরণ লাউ ডগায়

দুধসাদা ফুল ধরে

ভুল করা কন্যার লাগি

মন আনচান করে

সবুজ বরণ লাউ ডগায়

দুধসাদা ফুল ধরে

ভুল করা কন্যার লাগি

মন আনচান করে

আমার মন আনচান করে

আমার মন আনচান করে

আমার মন আনচান করে

আমার মন আনচান করে

আমার মন

Subir Nandiの他の作品

総て見るlogo

あなたにおすすめ

একটা ছিল সোনার কন্যা Akta Cilo Sonar Konna by Subir Nandi - 歌詞&カバー