menu-iconlogo
huatong
huatong
avatar

HD Koto Je Tomake Besechi Valo

Subir Nandihuatong
sugasug1huatong
歌詞
レコーディング
কত যে তোমাকে বেসেছি ভালো

শিল্পী: সুবীর নন্দী

Start

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেত

হৃদয় চিঁড়ে যদি দেখানো যেত

আমি যে তোমার তুমি মানতে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

ঐ দুটি চোখ যেন জলে ফোঁটা পদ্ধ

যত দেখি তৃষ্ণা মেটে না

যত দেখি তৃষ্ণা মেটে না..

.....

ভীরু দুটি বাকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে

হাসলেই ঝরে পড়ে জোসনা

হাসলেই ঝরে পড়ে জোসনা

আমি ঐ রুপ দেখে দেখে মরতে পারি

তেমনি পারি ওগো বাঁচতে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

ঐ কালো কেশ তুমি ছড়ালে যখন

মেঘেরাও পেল যেন লজ্জা

মেঘেরাও পেল যেন লজ্জা..

.....

আকাশের তাঁরাগুলো বাসর সাজিয়ে দিল

মধুময় হলো ফুলশয্যা

মধুময় হলো ফুলশয্যা

ওগো এই রাত যেন কভূ শেষ না হতো

জীবন বেলার শেষ প্রান্তে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেত

আমি যে তোমার তুমি মানতে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

আ...আ...আ...

হো...হো...হো...

হো...হো...হুম...হো...

THANKS FOR ALL

Subir Nandiの他の作品

総て見るlogo

あなたにおすすめ

HD Koto Je Tomake Besechi Valo by Subir Nandi - 歌詞&カバー