menu-iconlogo
logo

Partho

logo
avatar
Susmitalogo
KhaledurRahm_star815logo
アプリ内で歌う
歌詞
সুস্মিতা দুঃখ করো না

ভুল যদি হয়ে থাকে করো ক্ষমা

ও সুস্মিতা

সুস্মিতা দুঃখ করো না

ভুল যদি হয়ে থাকে করো ক্ষমা

সুস্মিতা...

ভাবছো যতটা কষ্ট দিয়েছি

আসলে কি বলো তা

দুঃখ না পেলে বুঝবে কি করে

সুখের গভীরতা

ভাবছো যতটা কষ্ট দিয়েছি

আসলে কি বলো তা

দুঃখ না পেলে বুঝবে কি করে

সুখের গভীরতা

ও সুস্মিতা

সুস্মিতা দুঃখ করো না

ভুল যদি হয়ে থাকে করো ক্ষমা

সুস্মিতা...

ঘুর্ণাক্ষরেও জানতে চেও না

নিভৃতচারীর কথা

স্মৃতির ধূলোয় থাক না পড়ে

লুকানো সেই কবিতা

ঘুর্ণাক্ষরেও জানতে চেও না

নিভৃতচারীর কথা

স্মৃতির ধূলোয় থাক না পড়ে

লুকানো সেই কবিতা

ও সুস্মিতা

সুস্মিতা দুঃখ করো না

ভুল যদি হয়ে থাকে করো ক্ষমা

ও সুস্মিতা

সুস্মিতা দুঃখ করো না

ভুল যদি হয়ে থাকে করো ক্ষমা

ও সুস্মিতা.....

ও সুস্মিতা

Partho by Susmita - 歌詞&カバー