menu-iconlogo
huatong
huatong
avatar

hey govindo rakho charone

Tamalikahuatong
🇮🇳SUSHAN🎤GanMela🎷huatong
歌詞
レコーディング
হে গোবিন্দ রাখ চরণে

anup jhalota

************

হে গোবিন্দ রাখ চরণে

হে গোবিন্দ রাখ চরণে

মোরা তব চরণের শরনাগত

তব চরণের শরনাগত

আশ্রয় দাও আশ্রিতজনে

হে গোবিন্দ রাখ চরণে

************

গঙ্গা ঝরে যে

শ্রীচরণ বেয়ে

কেন দু:খ পাই সে চরণ চেয়ে

গঙ্গা ঝরে যে

শ্রীচরণ বেয়ে

কেন দু:খ পাই সে চরণ চেয়ে

এ তৃতাপ জ্বালা হর হে শ্রীহরি

চাহ করুণা সিক্ত নয়নে

রাখ চরণে

হে গোবিন্দ রাখ চরণে

************

ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়

তোমার দুয়ারে হাত পাতিল যে

ফিরাবে কি

ফিরাবে কি তুমি তাই

ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়

তোমার দুয়ারে হাত পাতিল যে

ফিরাবে কি

ফিরাবে কি তুমি তাই

তব চরণ ধরিয়া ডুবে মরি যদি

রবে কলঙ্ক ভুবনে

রাখ চরণে

হে গোবিন্দ রাখ চরণে

মোরা তব চরণের শরনাগত

তব চরণের শরনাগত

আশ্রয় দাও

আশ্রিতজনে

হে গোবিন্দ রাখ চরণে

হে গোবিন্দ রাখ চরণে

Tamalikaの他の作品

総て見るlogo

あなたにおすすめ

hey govindo rakho charone by Tamalika - 歌詞&カバー