menu-iconlogo
huatong
huatong
avatar

Bidhata Tomake Amay Korche Upohar

Tamjid ahsan/Tosiba Begumhuatong
pancha-gurunghuatong
歌詞
レコーディング
ও সুন্দরী, তোমাতে সঁপেছি মন-প্রাণ

কলিজার আধখান গো, আমার আসমানের চান

ও সুন্দর মানুষ গো, আমার মনের দোকানদার

বিনা মূল্যে ভালোবাসা করে দেবো উজাড়

বড়ো ভাগ্য করে পাইসি তোমায়

বড়ো ভাগ্য করে পাইসি তোমায় আপন করে আমার

বিধাতা তোমাকে আমায় করসে উপহার

তুমি শুধু আমার

বিধাতা তোমাকে আমায় করসে উপহার

নৌকার সঙ্গী যেমন বইঠা, পানির সঙ্গীর মাছ

মাটির সঙ্গী যেমন ঘাস থাকে ১২ মাস

গাছের সঙ্গী যেমন লতা, পাখির সঙ্গী আকাশ

ঘুড়ির সঙ্গী যেমন সুতো উড়ে পেলে বাতাস

আমার সঙ্গী তেমন তুমি

আমার সঙ্গী তেমন তুমি বাঁচা ও মরার

বিধাতা তোমাকে আমায় করসে উপহার

তুমি শুধু আমার

বিধাতা তোমাকে আমায় করসে উপহার

চাতক পাখি যেমন মেঘের আশায় থাকে বসে

ফুটিলে ফুল তেমনই ভ্রমর মধুর টানে আসে

ও, ভ্রমর আমি, ও সুন্দরী, তুমি আমার ফুল

মনবাগানে তোমায় করে রাখবো যে পুতুল

আদর সোহাগ করবো তোমায়

আদর সোহাগ করবো তোমায় সব করে উজাড়

বিধাতা তোমাকে আমায় করসে উপহার

তুমি শুধু আমার

বিধাতা তোমাকে আমায় করসে উপহার

ও সুন্দরী, তোমাতে সঁপেছি মন-প্রাণ

কলিজার আধখান গো, আমার আসমানের চান

ও সুন্দর মানুষ গো, আমার মনের দোকানদার

বিনা মূল্যে ভালোবাসা করে দেবো উজাড়

বড়ো ভাগ্য করে পাইসি তোমায়

বড়ো ভাগ্য করে পাইসি তোমায় আপন করে আমার

বিধাতা তোমাকে আমায় করসে উপহার

তুমি শুধু আমার

বিধাতা তোমাকে আমায় করসে উপহার

তুমি শুধু আমার

বিধাতা তোমাকে আমায় করসে উপহার

তুমি শুধু আমার

বিধাতা তোমাকে আমায় করসে উপহার

Tamjid ahsan/Tosiba Begumの他の作品

総て見るlogo

あなたにおすすめ